Khoborerchokh logo

কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল'র উদ্বোধন করলেন জননেতা মাহবুব-উল-আলম হানিফ (এমপি) । 334 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল'র উদ্বোধন করলেন জননেতা মাহবুব-উল-আলম হানিফ (এমপি) ।


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
আজ রবিবার কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল'র উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, আধুনিক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার, কুষ্টিয়ার গর্ব, মাটি ও গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী যুগ্মসাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহবুব উল_আলম_হানিফ।
সরকারী কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এ ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.  (খোকসা-কুমারখালী) উপজেলার গণমানুষের নেতা কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য  ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।রাজশাহী ইউনিভার্সিটি তুখোড় সাবেক ছাত্রনেতা কুষ্টিয়া-২ মাননীয় সংসদ সদস্য আ.ক.ম জনাব সরোয়ার_জাহান_বাদশা।আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন আজগর আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম ,সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা ও জেলা-উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত এবং আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকবৃন্দ। 
এসময় জননেতা মাহবুব-উল-আলম হানিফ (এমপি) বলেন, দেশে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করা হচ্ছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com